পবিত্রবাক্য এবং তা ধারণ প্রসঙ্গে যীশু খ্রিস্ট বলেন- দেখ, বীজবাপক বীজ বুনতেন। বোনার সময় কিছু বীজ পথের পাশে পড়ল, যা পাখিতে খেয়ে ফেলল। আর কিছু বীজ পাথরে পড়ল, যেখানে মাটি না থাকাতে তাড়াতাড়ি তা অঙ্কুরিত হলেও সূর্য উঠলে তা পুড়ে গেল। আর কিছু বীজ কাঁটাবনে পড়ল যা কাঁটা গাছ চেপে রাখল এবং কিছু বীজ ভালো জমিতে পড়ল ও ফল দিতে লাগল, কোনটা শত গুণ, কোনটা ষাট গুণ, কোনটা ত্রিশ গুণ। যার কান থাকে সে শুনুক।
এই জগৎ সংসারে তোমাদের মধ্যে কেউ কেউ পবিত্রবাক্য শোনে কিন্তু ঠিকমতো বোঝে না তাই তাদের অবস্থা হয়ে দাঁড়ায় পথের পাশে পড়া ঐ বীজের মতো- পাপাত্মা যাদেরকে ছোঁ মেরে নিয়ে যায়। আর কেউ কেউ এমন আছে, যারা বাক্য শোনে ও আনন্দ মনে গ্রহণ করে কিন্তু অন্তরে তার শেকড় গভীর না থাকায় তাদের অবস্থা হয় অনেকটা পাথরে পড়া বীজের মতো, কোনো স্থিরতা নাই, বিপদ আসলে তা পরিত্যাগ করে। আর কেউ কেউ সে বাক্য শোনে কিন্তু সংসারের চিন্তায় তা দমিত থাকে ফলে তা হয় কাঁটাবনে পড়া বীজের মতো নিস্ফল। অতঃপর কেউ কেউ এমন আছে যাঁরা বাক্য শোনে ও হৃদয়াঙ্গম করে এবং অবশ্যই তা বহন করে এগিয়ে নিয়ে যায়, তাঁদের অবস্থা ভালো জমিতে পড়া ঐ বীজের মতো যা সর্বদা ফলদায়ক কোনটা শত গুণ, কোনটা ষাট গুণ, কোনটা ত্রিশ গুণ। তারাই শোনে যাদের কান আছে। মথি ১৩: ৪-৯, ১৮-২৩। পবিত্র বাইবেলের আলোকে।
পুনশ্চঃ শুভ বড়দিন। সবার প্রতি শান্তি বর্ষিত হোক।