[ আমরা সম্মিলিত অনুশীলনের ভিত্তিতে, মানুষ ও মনুষ্যত্বের মুক্তিতে, মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার মহতী সংগ্রামে- আমাদের আদর্শিক সত্তা ও সমন্বয়ক দিশারী শ্রদ্ধেয় ‘বড়দা (আব্দুর রাজ্জাক মুল্লাহ রাজু শিকদার)’র নির্দেশিত পথই- সংগঠন ও সংগঠন কাঠামোর ক্ষেত্রে মতাদর্শিক দিশা হিসেবে গৃহীত; সেই আলোকেই অত্র প্রকাশনা অনুমোদিত। ]
বাংলাদেশের জাতীয় রাজনীতির ইতিহাসে এখন পর্যন্ত যে ক’জন কিংবদন্তী রাজনীতিবিদকে আমরা পেয়েছিলাম তাঁর মধ্যে তিঁনি অন্যতম। সর্বজন শ্রদ্ধেয়, প্রাজ্ঞ সেই রাজনীতিবিদকে হারিয়ে আমরা মর্মাহত !