ন্যায় প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে আজও মে দিবসের আত্মোৎসর্গ সামিল থাকছে- কারণ শ্রমের ন্যায্যতা বিহিত এখনও অনাচারের আঁধার গোনে! এ দিনের আত্মোৎসর্গ শ্রমের ন্যায্যমূল্য প্রাপ্তির মধ্যে দিয়ে সার্থক হয়ে উঠুক- সেই প্রত্যয় আর প্রত্যাশা পূরণের সংগ্রামে মহান মে দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা।