[ আমরা সম্মিলিত অনুশীলনের ভিত্তিতে, মানুষ ও মনুষ্যত্বের মুক্তিতে, মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার মহতী সংগ্রামে- আমাদের আদর্শিক সত্তা ও সমন্বয়ক দিশারী শ্রদ্ধেয় ‘বড়দা (আব্দুর রাজ্জাক মুল্লাহ রাজু শিকদার)’র নির্দেশিত পথই- সংগঠন ও সংগঠন কাঠামোর ক্ষেত্রে মতাদর্শিক দিশা হিসেবে গৃহীত; সেই আলোকেই অত্র প্রকাশনা অনুমোদিত। ]
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ! মহাকাশ জয়ে বৈশ্বিক উচ্চতায় বাংলাদেশ আজ আকাশ স্পর্শিত স্পর্ধিত এক নাম। প্রযুক্তিগত উত্তোরণ সাযুজ্যতায় বিশ্ব এখন গাঁয়ের চেয়েও ছোট- আধুনিক পৃথিবীর অগ্রযাত্রায় বাংলাদেশকে সামিল করার এই ভূমিকায় সরকারকে ধন্যবাদ।