মহান একুশে ফেব্রুয়ারি- জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর একটি হোটেলে ‘ইউএন বাংলা ফন্ট’ নামে নতুন একটি বাংলা ফন্ট উদ্বোধন করলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
এদিন সংস্থাটি বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে তাদের ২০১৯ সালের মানব উন্নয়ন প্রতিবেদনের সার সংক্ষেপও বাংলায় প্রকাশ করে।
সংস্থাটি জানায়, বাংলা বর্ণমালার যুক্তাক্ষর ও মাত্রাসহ অন্যান্য বিষয়কে বিবেচনায় নিয়ে এই ফন্ট তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, জাতিসংঘের সহকারী মহাসচিব ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কান্নি উইগনারাজা, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি।
তথ্যসূত্রঃ
https://businesshour24.com/article/51771
https://dailyjagoran.com/national/news/20028422