মুক্তিজোটের রাজবাড়ী জেলা কার্যালয়ে ৩রা জুন ২০১৮ খ্রিস্টাব্দে রাজবাড়ী জেলা প্রধান নৃপেন্দ্র নাথ সরকার এর আহ্বানে জেলা কমিটির কর্মপরিকল্পনা প্রসঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী জেলা স্টিয়ারিং কমিটি প্রধান সম্পা সরকার, জেলা কাঠামো পর্ষদ সভ্য মোঃ রেজাউল করিম, জেলা সার্বক্ষণিক প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, জেলা পরিচালনা বোর্ড প্রতিনিধি অমিত কুমার মজুমদার এবং ফরিদপুর অঞ্চল স্টিয়ারিং কমিটি প্রধান সঞ্জয় কুমার সরকার উপস্থিত ছিলেন। সভায় সভ্যচাঁদা নিয়মিতকরন সহ ইসলামপুর ইউনিয়ন, মিজানপুর ইউনিয়ন ও রাজবাড়ী পৌরসভার কমিটি গঠন প্রাসঙ্গিকতায় আগামী ২৯শে জুন ২০১৮ খ্রিষ্টাব্দে জেলাভুক্ত উপজেলা কমিটিসমূহের সভা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপরোক্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী ৫ই জুলাই ২০১৮ খ্রিস্টাব্দে জেলা কমিটির পরবর্তী সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার আহ্বায়ক জেলা প্রধান নৃপেন্দ্র নাথ সরকার উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।