মুক্তিজোটের কুষ্টিয়া জেলা কার্যালয়ে ২৬শে ফেব্রুয়ারী ২০১৮ খ্রিস্টাব্দে কুষ্টিয়া অঞ্চল সমন্বয়কারী মোঃ রোকনুজ্জামান এর আহ্বানে কুষ্টিয়া অঞ্চল অথোরিটিদের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রসঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কুষ্টিয়া অঞ্চল স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ তরিকুল ইসলাম, কুষ্টিয়া অঞ্চল কাঠামো পর্ষদ সভ্য মোঃ স্বপন আলী, কুষ্টিয়া অঞ্চল কাঠামোগত সার্বক্ষণিক মোঃ নজরুল ইসলাম, কুষ্টিয়া অঞ্চল পরিচালনা বোর্ড প্রতিনিধি উত্তম কুমার ঘোষ, কুষ্টিয়া অঞ্চল কন্ট্রোল বোর্ড প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম সহ জাতীয় সার্বক্ষণিক প্রতিনিধি মোঃ জাবের আলী এবং কাঠামো পর্ষদ কাযনির্বাহী সভ্য মোঃ জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। সভায় প্রত্যেক সংগঠকদের সভ্যচাঁদা নিয়মিতকরণ এবং আগামী ৩রা মার্চ ২০১৮ খ্রিস্টাব্দের মধ্যে কুষ্টিয়া জেলা, মেহেরপুর জেলা, ঝিনাইদহ জেলা ও চুয়াডাঙ্গা জেলা কমিটির সভা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার আহ্বায়ক কুষ্টিয়া অঞ্চল সমন্বয়ারী মোঃ রোকনুজ্জামান উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।