মুক্তিজোটের কুষ্টিয়া জেলা কার্যালয়ে ১৪ই ফেব্রুয়ারী ২০১৮ খ্রিস্টাব্দে জেলা সমন্বয়কারী মোঃ সাইমুম কবীর এর আহ্বানে মেহেরপুর জেলা অথোরিটিদের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রসঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মেহেরপুর জেলা স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ সমিরুল ইসলাম, মেহেরপুর জেলা পরিচালনা বোর্ড প্রতিনিধি মোঃ আলী হোসেন, গাংনী উপজেলা সমন্বয়কারী নুরুন্নাহার মিতা, গাংনী উপজেলা কাঠামো পর্ষদ সভ্য মোঃ জাহিদ হাসান, গাংনী উপজেলা কাঠামোগত সার্বক্ষণিক মোঃ আলি ইমরান, মটমুড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড প্রধান মোঃ হাসমত আলী, মোঃ আব্দুল্লাহ সহ কুষ্টিয়া অঞ্চল কন্ট্রোল বোর্ড প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম এবং কুষ্টিয়া অঞ্চল স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় সভ্যচাঁদা নিয়মিত করা সহ অন্তর্বীজ ইউনিট পূরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় অথোরিটিগণ গত ২৩শে জানুয়ারী জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত মুক্তিজোটের সংবাদ সম্মেলন – ‘সংসদ নয় বরং নিবন্ধন শর্তেই সংবিধান সম্মত নির্বাচনকালীন সরকারের রুপরেখা ঘোষণা’ প্রসঙ্গের উপর আলোচনা করেন।
সভার আহ্বায়ক মেহেরপুর জেলা সমন্বয়কারী মোঃ সাইমুম কবীর উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।