বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মেহেরপুর জেলা স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ সমিরুল ইসলাম এর বাসভবনে সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রসঙ্গে জেলা অথোরিটিদের ৬ই জানুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় মেহেরপুর জেলা স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ সমিরুল ইসলাম, মেহেরপুর জেলা পরিচালনা বোর্ড প্রতিনিধি মোঃ আলী হোসেন, গাংনী উপজেলা সমন্বয়কারী নুরুন্নাহার মিতা, গাংনী উপজেলা কাঠামো পর্ষদ সভ্য মোঃ জাহিদ হাসান, গাংনী উপজেলা কাঠামোগত সার্বক্ষণিক মোঃ আলি ইমরান, মটমুড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড প্রধান মোঃ হাসমত আলী, মোঃ আব্দুল্লাহ সহ ঢাকা মহানগর কাঠামো পর্ষদ সভ্য মোঃ মামুন রেজা এবং কুষ্টিয়া অঞ্চল কন্ট্রোল বোর্ড প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন । সভায় আগামী ১০ জানুয়ারী ২০১৮ খ্রিষ্টাব্দে মেহেরপুর জেলার সাংগঠনিক কর্ম পরিকল্পনা প্রসঙ্গে উপজেলা কমিটির সভা সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভার আহ্বায়ক মেহেরপুর জেলা সমন্বয়কারী মোঃ সাইমুম কবীর উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।