মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যালয়ে ২রা জানুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দে পরিচালনা বোর্ড প্রধান মোঃ শাহজামাল আমিরুল এর আহ্বানে বোর্ড প্রধানদের সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জাতীয় সার্বক্ষণিক প্রতিনিধি- মোঃ খালিকুজ্জামান, মোঃ জাবের আলী, মোঃ জামিরুল ইসলাম, মোঃ রাশেদুজ্জামান রিপন, কৃষ্ণ গোপাল সাধুখাঁ, মোঃ তরিকুল ইসলাম, মোঃ স্বপন আলী, মোঃ আতিকুর রহমান সহ জয়েন্ট এডিটোরিয়াল বোর্ড প্রধান- প্লাবন বিশ্বাস, গভর্নেন্স এক্সিকিউটিভ- জাহিদুল ইসলাম জাহিদ উপস্থিত ছিলেন। সভায় গত ১৭ই নভেম্বরের সভার সিদ্ধান্ত মোতাবেক সক্রিয়তা ভিত্তিক কমিটি পূনর্গঠন প্রাসঙ্গিকতায় প্রার্থী সভ্য ফরম পূরণ কৃত সকল সংগঠকদের পরিকাঠামোভুক্ত করা এবং সকল স্তরের কমিটির সাথে সভা সম্পন্নসহ সভ্য চাঁদা নিয়মিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জাতীয় স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।