রাজশাহী সিটি প্রেস ক্লাবে ২২শে ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দে রাজশাহী অঞ্চলভূক্ত জেলাসমূহের অথোরিটিদের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রসঙ্গে সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অঞ্চল স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ শফিকুল ইসলাম মিঠুন, অঞ্চল কাঠামোগত সার্বক্ষণিক মোঃ নাজমুল হক, অঞ্চল এডিটোরিয়াল বোর্ড প্রতিনিধি হীরা কুমার, নওগাঁ জেলা কাঠামো পর্ষদ সভ্য মোঃ এনায়েতুল্লাহ্ সরদার, নওগাঁ জেলা কন্ট্রোল বোর্ড প্রতিনিধি মোঃ শাহ্ মুহাম্মদ রাজন আহমেদ, নওগাঁ জেলা অথোরিটি বিশ্বনাথ কুমার শীল ও উত্তম কুমার, নাটোর জেলা কাঠামো পর্ষদ সভ্য মোঃ শাহীন আলম, বগুড়া জেলা কাঠামো পর্ষদ সভ্য মোঃ মোশাররফ হোসেন, সিরাজগঞ্জ জেলা কাঠামোগত সার্বক্ষণিক মোঃ রাশেদুল ইসলাম, রাজশাহী জেলা স্টিয়ারিং কমিটি প্রধান মোঃ কবির হোসেন, রাজশাহী জেলা অথোরিটি মোঃ বিপ্লব হোসেন ও জাতীয় সার্বক্ষণিক প্রতিতিনিধি মোঃ জামিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৫শে জানুয়ারী পর্যন্ত অঞ্চলভূক্ত প্রার্থী সভ্য ফরম পূরণ কৃত সকল সংগঠককে কমিটিভুক্ত করার জন্য জেলা সহ তৎপরবর্তী কমিটি সমূহের সভা সম্পন্ন করে উপজেলা কমিটি গঠন প্রাসঙ্গিকতায় ২৬শে জানুয়ারী ২০১৭ খ্রিস্টাব্দে পরবর্তী সভার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার আহ্বায়ক অঞ্চল কমিটি প্রধান কাজল কুমার উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।