১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
১৪-১২-২০১৭
মুক্তিজোটের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কার্যালয়ে ১৪ই ডিসেম্বর ২০১৭ খ্রিস্টাব্দে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বালিয়াকান্দি উপজেলা কাঠামোগত সার্বক্ষনিক মোঃ আরজু শেখ, ইসলামপুর ইউনিয়ন ১নং ইউনিট সদস্য মোঃ গোলাম মোস্তফা, বালিয়াকান্দি উপজেলার সভ্য কালেম খাঁ, সাগর শেখ, মোঃ আজাদ মোল্লা এবং জেলা কাঠামো পর্ষদ সভ্য মোঃ রেজাউল করিম ও জেলা প্রধান নৃপেন্দ্র নাথ সরকার উপস্থিত ছিলেন। সভায় অথোরিটিগণ উপস্থিত সবার সাথে মুক্তিজোটের দলীয় অর্জন প্রসঙ্গে এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের ইতিহাস সম্পর্কে আলোচনা করেন।
সভার আহ্বায়ক উপজেলা প্রধান মোঃ ফরিদ শেখ উপস্থিত সকলকে আগামী ২০শে ডিসেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১ জন করে সভ্য করণের সিদ্ধান্ত নিয়ে সভা সমাপ্ত করেন।