বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কুষ্টিয়া জেলা কার্যালয়ে ১১ই নভেম্বর ২০১৭ খ্রিস্টাব্দে কুমারখালী উপজেলা কমিটির উপজেলার সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রসঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কুমারখালী উপজেলা কাঠামোগত সার্বক্ষণিক রিক্তা খাতুন ও সঞ্জয় কুমার, কুমারখালী উপজেলা পরিচালনা বোর্ড প্রতিনিধি রাকিবুল ইসলাম, কুমারখালী উপজেলা কন্ট্রোল বোর্ড প্রতিনিধি মোঃ মজিবুর রহমান সহ কুষ্টিয়া সদর উপজেলা প্রধান মোঃ শাহিনুর রহমান, কুষ্টিয়া জেলা পরিচালনা বোর্ড প্রতিনিধি মোঃ আল আমিন হাসান সুজন এবং কুষ্টিয়া জেলা কাঠামো পর্ষদ সভ্য সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন। সভায় আগামী ৩০শে নভেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দের মধ্যে অন্তর্বীজ ইউনিট পূরনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় অথোরিটিগণ মুক্তিজোটের দলীয় অর্জন প্রসঙ্গে আলোকপাত করেন।
সভার আহ্বায়ক কুমারখালী উপজেলা প্রধান মিরাজুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।